সোনারগাঁয়ের বিশিষ্ট আলেমেদ্বীন মুফতী হাতেম সাহেব ইন্তেকাল করেছেন
সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁয়ের বিশিষ্ট আলেমেদ্বীন মুফতী হাতেম সাহেব আজ ১৪ জুন শুক্রবার সকাল ৯.৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ আসর তাঁর প্রতিষ্ঠিত পরমেশ্বরদী মাদরাসা ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মুফতী হাতেম সাহেব রহ. ছেলে মাওলানা মুজাহিদুল ইসলাম জানান, মৃত্যুকালে তার পিতার বয়স হয়েছিল আনুমানিক ১০২ বছর। তিঁনি ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, মুফতী হাতেম সাহেব রহ. ছিলেন শায়খুল আরব ওয়াল আজম আল্লামা হুসাইন আহমাদ মাদানী রহ. এর বিশিষ্ট শাগরেদ এবং হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা।
তিঁনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর সহপাঠী ছিলেন। সেখানে লেখাপড়া শেষ করে মুফতী হাতেম সাহেব রহ. সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় নিজ বাড়িতে একটি মাদরাসা প্রতিষ্ঠা করে আমৃত্যু দ্বীনি খেদমত করেছেন। দুনিয়া বিমুখ এই আলেমেদ্বীনের অসংখ্য শাগরেদ দেশ-বিদেশে দ্বীনি খেদমতের আঞ্জাম দিয়ে আসছে।