বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ের বিশিষ্ট আলেমেদ্বীন মুফতী হাতেম সাহেব ইন্তেকাল করেছেন  সোনারগাঁওয়ের সাংবাদিক শফিকুলের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে ২ ছিনতাইকারীকে ধরেও ছেড়ে দিল থানা পুলিশ সোনারগাঁওয়ে অবৈধ প্লাস্টিক ফ্যাক্টরির বর্জ্যে স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ সোনারগাঁওয়ে ৬টি তরমুজের দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গণপিটুনি নিহত ৪, আহত-১ সোনারগাঁওয়ে ফরেষ্ট চেক পোষ্টে ৫লাখ টাকার চোরাই কাঠসহ চালক গ্রেপ্তার সোনারগাঁওয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অবৈধ স্টল, ক্রীড়া প্রেমিদের ক্ষোভ সোনারগাঁওয়ে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সোনারগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় নারী ও শিশুসহ ৪জনকে ঘরে তালাবদ্ধ করে নির্যাতন

সোনারগাঁওয়ে সাধন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন

লাইফ সোনারগাঁও ২৪ ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪৯৫ বার পঠিত

 

সোনারগাঁওয়ে সাধন হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন

আরাফাত হোসেন সিফাত:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আলোচিত সাধন মিয়া হত্যা মামলায় দুই জনের মৃত্যুদন্ড ও এক জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড এবং মৃত্যুদন্ড প্রাপ্ত দুইজনকে ১ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও এলাকার একই এালাকার মো. আব্দুর রহমান সরকারের ছেলে মো. শামীম (৪৬) ও আব্দুল মান্নানের ছেলে মো. আল আমিন (৩৫), এবং যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত হলেন- জজ মিয়ার ছেলে রাসেল (৩৪)

নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের ১৭ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দুই জনের মৃত্যুদন্ড ও এক জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এই মামলাটি বেশ চাঞ্চল্যকর ছিলো। ভিকটিমের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করছেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শামীম হোসাইন বলেন, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও ফয়জুল হকের ছেলে সাধনকে ২০১৪ সালের ১৬ জুন রাতে এলাকায় গলাকেটে বিচ্ছিন্ন করে হত্যা করে দুর্বৃত্তরা। যা সোনারগাঁওসহ নারায়ণগঞ্জজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করে। সেই সঙ্গে এই ঘটনার পরের দিন নিহত সাধনের মা জয়তুন নেছা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরো বলেন, এই মামলায় নিহত সাধনের দুই বন্ধু শামীম ও আল আমিনকে গ্রেফতার করা হলে তাদের স্বীকারোক্তিতে এ হত্যাকান্ডে ৪ জনের নাম উঠে আসে। অন্যরা হলো রাসেল ও মোহাম্মদ আলী। পরবর্তীতে আসামি মোহাম্মদ আলীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। বর্তমানে এ মামলায় তিনজন আসামি ছিলো। এই মামলায় বিচার কার্যক্রম শেষে ১৯ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 live Sonargaon 24
ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট Shakil IT Park